বুরো প্রধান,মেহেরপুর ঃ মেহেরপুরের গাংনীতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ৩ সন্ত্রাসীর পরিচয় পাওয়া গেছে। পুলিশ ও স্থানীয়রা নিহতের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে তাজবুল হক (২৬),একই গ্রামের চাঁদ আলীর ছেলে মহিবুল ইসলাম (২৭) ও ভোলাডাঙ্গা গ্রামের ফকির মোহাম্মদের ছেলে তুহিন ওরফে রতন ( ২৫)। মেহেরপুরের পুলিশ সুপার আনিচুর রহমান আরো জানান,নিহতরা দীর্ঘদিন যাবৎ ইটভাটা সহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল। ইটভাটা মালিক ও পুলিশ সূত্র জানায়, নিহতদের সহযোগী মানিকদিয়া এলাকার কয়েকজন সন্ত্রাসী রয়েছে। তাদের বিরুদ্ধে গাংনী থানায় বেশ কিছু মামলা রয়েছে। তাদের মধ্যে কয়েকজন জামিনে মুক্তি পেয়েছে। তাদের গ্রেফতারের অভিযান চলছে। সম্প্রতি নিহতদের সহযোগী মানিকদিয়া এলাকার কয়েকজন সন্ত্রাসীর বিরুদ্ধে গাংনীর চিৎলা সহ পার্শবর্তী কয়েকটি ইটভাটায় চাঁদাবাজি সহ নানা অভিযোগ রয়েছে।
উল্লেখ্য ঃ মঙ্গলবার ভোর ৪ টার দিকে উপজেলার মটমুড়া গ্রামের একতা ইটভাটার পার্শে সন্ত্রাসী ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ বন্দুকযুদ্ধের ঘটনায় ৩ সন্ত্রাসী নিহত হয়। আহত হয় পুলিশের দুজন এসআই সহ ৬ পুলিশ সদস্য। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র,বোমা,গুলি ও ২ টি রামদা উদ্ধার করেছে।