মেহেরপুরের মুজিবনগরে বিনা টাকায় টেলিমেডিসিনের সুবিধা পাচ্ছে গ্রামের হত দরিদ্র মানুষ

আল-আমীন,মেহেরপুরঃ মেহেরপুরে মুজিবনগরে টেলিমেডিসিন স্বাস্থ্যসেবা।এর মাধ্যমে বিনামুল্যে বিশেষজ্ঞ ডাক্তারের সেবা পাচ্ছেন গ্রামের মানুষ।জটিল ও কটিন রোগে চিকিৎসা নিতে আর ছুটতে হচ্ছে না ঢাকা, রাজশাহী,খুলনা।মুল্যবান সময় ও খরচ বাঁচিয়ে হাতের কাছে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবায় খুশি মুজিবনগর মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে আসা রোগী ও তাদের স্বজনরা।ছয় মাস আগেও জেলার প্রত্যন্ত এলাকায় বাসিন্দাদের জটিল কোনো রোগের চিকিৎসার জন্য ছুটতে হতো রাজশাহী বা ঢাকা।এতে বাড়তি ঝামেলাসহ পোহাতে হতো নান বিড়স্বনা। মে মাস থেকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্যে চালু করা হয় টেলিমেডিসিন সেবা।এর ফলে এখন আর জটিল ও কঠিন রোগের চিকিৎসা হাতের নাগালেই। ঢাকা মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন স্থানের চিকিৎসা কেন্দ্রের বিশেষজ্ঞ চিকিৎসরা সেবা দিচ্ছেন এ টেলিমেডিসিনের মাধ্যমে।এতে মুখোমুখি বসে কথা বলতে পারেন রোগি ও চিকিৎসক।বিনামুল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে খুশি রোগী ও তার স্বজনরা।গ্রামের মানুষকে চিকিৎসাসেবা দিতে পেরে আনন্দিত চিকিৎসাকরাও মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে চিকিৎসা নিতে আসা আবুল কালাম আজাদ নামের কৃষক জানান, আমি এর্লাজি রোগের চিকিৎসার জন্য মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে এসেছিলাম এখানকার চিকিৎসরা টেলিমেডিসিনের মাধ্যমে রাজশাহী মেডিকেল কলেজ মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ করে চিকিৎসা দিয়েছেন।কারণ আমার এ রোগের চিকিৎসা নিতে বাহিরে গেলে অর্থ খরচ সহ সময় নষ্ট হতো মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে ও
পরিবার পরিকল্পনা কর্মকতা জানান, এ সেবার মাধ্যেমে প্রান্তিক পর্যায়ে দরিদ্র ও অসহায় মানুষ দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসার সেবা নিতে পারছেন।
জেলার সদর উপজেলা ও গাংনী উপজেলার হাজার হাজার হত দরিদ্র পরিবার টেলিমেডিসিনের সেবা থেকে বি ত এলাকায় সাধারন মানুষের দাবি খুব স্বল্প সময়ের মধ্যে টেলিমেডিসিনের সেবা পেতে চাই