মেহেরপুরে ইলিশ বিক্রি বন্ধে মাঠে থাকছে ভ্রাম্যমাণ আদালত

আল-আমীন,মেহেরপুরঃমেহেরপুরের আজ থেকে আগামি ২নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ মাছ ধরা ও বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। ইলিশের নিরাপদ প্রজননের মধ্য দিয়ে উৎপাদন বৃদ্ধির লক্ষে এই সিদ্ধান্তনেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেহেরপুর জেলায় মত্স্য অফিসের মনিটরিংয়ের পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত মাঠে নামছে। গত কয়েক বছর ইলিশের প্রজনন মরসূমে এ নিষেধাজ্ঞা দেওয়ায় ১৯৯১ সালের পর থেকে এবারই দেশে ইলিশের সর্বোচ্চ ইলিশ আহরণ হয়েছে বলে জানায় মৎস অফিস।
চলতি মরসূমে সারাদেশের ন্যায় মেহেরপুর জেলায়ও ইলিশের ছড়াছড়ি ছিল। অনেকটাই ক্রয় ক্ষমতার মধ্যেই ছিল সবার প্রিয় জাতীয় মাছ ইলিশ। মেহেরপুর জেলা শহর, কেদারগঞ্জ, দারিয়াপুর, আমঝুপি, বারাদী, গাংনী, বামন্দী, গাড়োডোব, বাঁশবাড়ীয়া, জোড়পুকুরিয়া, বাওট ও কাজিপুর বাজারসহ ছোটখাটো বাজারেও এবার ইলিশ বিক্রি হতে দেখা গেছে। তাই আজ থেকে এসব হাট-বাজারে নজরদারিতে করবে মৎস অফিস ও প্রশাসন। নিষেধাজ্ঞার বিষয়ে গত কয়েকদিন ধরে মৎ্স্য অফিসের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে। ২ নভেম্বরের মধ্যে যদি কেউ ইলিশ কেনাবেচা করে তাহলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেয়া হবে বলে জানান গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান।
এদিকে নজরদারির পাশাপাশি ঘোষিত সময়ের মধ্যে ইলিশ রক্ষায় প্রচারণা চালাবে জেলা ও উপজেলা মৎস অফিস। গাংনী উপজেলা মৎস অফিসার আবুল কালাম জানান, আজ থেকে প্রচারণা আরো বৃদ্ধি করা হবে। ইলিশ বিক্রেতাদের সঙ্গে কথা হয়েছে। তারা বিক্রি করবে না বলে আশ^স্থ করেছেন। এ ব্যাপারে তাদের ব্যাপক সাড়া রয়েছে। তবে এর পরেও যদি কোন অসাধু ব্যবসায়ী কিংবা ক্রেতা কেনাবেচা করে তাহলে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হবে। জাতীয় এই সম্পদ রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা করেছে জেলা মৎস অফিস ও জেলা প্রশাসন।