মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর উপজেলার হিজুলী গ্রামের সৌদি প্রবাসি মালেকুলের মেয়ে মোছাম্মা আক্তার মিতা (১৬) নামের কলেজ ছাত্রীকে অপহরনের অভিযোগ পাওয়া গেছে । সে মেহেরপুর সরকারী মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রবিরার সকাল ১০টার সময় কলেজে যাওয়ার পথে মিল্টন (২২) , ইয়াছ উদ্দনি (৩৫) ,কামরুল ইসলাম (২৫) রাজিব (২৪) তাকে অপহরণ করে । মেয়ের খালু আবুল কালাম জানান, কলেজে যাওয়া আসার পথে প্রায় মোছাম্মা আক্তার মিতাকে বিভিন্ন প্রকার অঙ্গভঙ্গির মাধ্যমে প্রেমের প্রস্তাব দিতো এবং উত্যক্ত করতো ্এব্যপারে অপহরণ কারীর বাবা আনারুল ইসলামকে বিষয়টি জানালে তিনি কোন ব্যবস্থা নেয়নি । পরে মিতার উপর ক্ষিপ্ত হয়ে ১৭/০৯/১৬ তারিখ কলেজে যাওয়ার পথে জোরপৃর্বক সাদা মাইক্রোতে উঠাইয়া দ্রুত অপহরণ করে নিয়ে পালিয়ে যায় । ্এব্যপারে মেহেরপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং ১৯ তারিখ ১৮/০৯/১৬ইং মামলার এজাহারে সদর উপজেলার হিজুলী গ্রামের
৫ জনকে আসামী করা হয়। বর্তমানে মিতা নিখোজ রয়েছে ।
মেহেরপুর সদর থানার ওসি ইকবাল বাহার চৌধরী বিষয়টি নিশ্চিত করে বলেন ,পুলিশের একাধিক দল অপহরণ হওয়া মিতাকে উদ্ধার ও আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।