আল-আমীন,মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন পেলেন বর্তমান প্রশাসক এ্যাড. মিয়াজান আলী।
শনিবার রাতে বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে ৬১ জেলার নাম ঘোষনার সময় মেহেরপুরের নাম ঘোষনা করেছেন ।
মনোনয়ন পেতে অন্যদের মধ্যে যারা আবেদন করেছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. ইব্ররাহিম শাহিন, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম ও সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা এ্যাড. আব্দুস সালাম, কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক এম এ এস ইমন,কেন্দ্রীয় কৃষকলীগের কৃষি পন্য ও ফসল বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, জেলা আ.লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গাংনী পৌর সভার সাবেক মেয়র আহমেদ আলী, সদর উপজেলা আ.লীগের সভাপতি গোলাম রসুল, মুজিবনগর উপজেলা সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, গাংনী উপজেলা আ.লীগের সভাপতি সহিদুজ্জামান খোকন, জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক গাংনী উপজেলা চেয়ারম্যান অ্যাড. শফিকুল আলম, জেলা আ.লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, মহিলা আ.লীগের সাবেক সভাপতি শামীম আরা হীরা, জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম পেরেশান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু ।