মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে আব্দুল মজিদ (৫৫) ও আসাদুল ইসলাম (৫০) নামে দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার দুপুরে সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের একটি মাঠ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আব্দুল মজিদ সদর উপজেলার সোনপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং আসাদুল ইসলাম একই গ্রামের তাফছুদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১০টার দিকে সোনপুর গ্রামের মজনু মিয়ার চায়ের দোকান থেকে কাঠ ব্যবসায়ী আব্দুল মজিদ ও পোলট্রি ব্যবসায়ী আসাদুল ইসলামকে ১০-১২ জন সন্ত্রাসী তুলে নিয়ে যায়। পরে মজিদ ও আসাদুলের পরিবারের সদস্যদের কাছে তারা মোবাইল ফোনে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি। দুপুরে কাঁঠালপোতা গ্রামের একটি মাঠে মজিদ ও আসাদুলের গলাকাটা লাশ পাওয়া যায়।
সদর থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।