আল-আমীন,মেহেরপুর:
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়।
বুধবার মেহেরপুর জেলা পর্যায়ে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধন করা হয়। উদ্ভোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংগ। এ সময় তিনি খেলোয়াদের সাথে পরিচিত হন। উদ্ভোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান,
জেলা ফুটবল এ্যাসোসিয়েনর সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা ফুটবল এ্যাসোসিয়েনর সহ-সভাপতি আনোরুল হক শাহী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অভিসার এস এম তৌহিদুল ইসলাম প্রমুখ। উদ্ভোধনী দিনে বঙ্গমাতা ফজিলÍুননেছা ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শোলমারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭-০ গোলে গাংনীর টেংরামারী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলার বিজয়ী দলের রুমিয়া ৪টি, আলপনা ২টি, মুন্নি ও সাফি ১টি করে গোল করে। উক্ত মাঠে বঙ্গমাতা ফজিলÍুননেছা ফুটবল টুর্নামেন্টের আরো একটি খেলায় গাংনীর পূর্ব মালসাদহ টাইব্রেকারে ৪-২ গোলে হরিরামপুরকে পরাজিত করে।