মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজছাত্রের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাওন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে এ ঘটনা ঘটে। শাওন মেহেরপুর শহরের সরকারি কলেজপাড়ার কাশেম ডেকোরেটরের স্বত্বাধিকারী আরিফুল ইসলাম বাবুর ছেলে। তিনি মেহেরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

আশরাফপুর গ্রামের বাসিন্দা আমদহ ইউপি চেয়ারম্যান আনারুল ইসলাম জানান, আশরাফপুর গ্রামের একটি অনুষ্ঠানে মাইক ব্যবহারের জন্য কাশেম ডেকোরেটর থেকে মাইক ভাড়া করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে মাইক রাস্তার পাশের কারেন্টের পোলে বাঁধার জন্য শাওন পোলে ওঠেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে মাটিতে পড়ে যান। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।