
আল-আমীন,মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনমত গঠনের লক্ষে আলোচনা সভা করেছে জেলা তথ্য অফিস। আজ রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার রস্তুম আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক. উপদেষ্টা আলহাজ্ব আশকার আলী। সভায় মসজিদের ঈমাম, ঠাকুর, পুরোহিতরা অংশ নেয়।
নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে জনগনের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষে নিয়মিত জঙ্গিবাদবিরোধী বক্তব্য রাখার আহ্বান জানান বক্তরা।