আল-আমীন,মেহেরপুর প্রতিনিধি :মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর কর্মচারী জাহিদুল হক কামরানের অনন্য উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠালগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত দায়িত্ব প্রাপ্ত সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের সংবর্ধনা প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাহিদুল হক কামরানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সম্পাদক নাসির উদ্দিন মিরু, আব্দুর রাজ্জাক খান, রুহুল কুদ্দুস টিটো, অ্যাড. পল্লব ভট্টাচার্য, অ্যাড. ইব্রহীম শাহীন, হাসানুজ্জামান মালেক, শামীম জাহাঙ্গীর সেন্টু, আনোয়ারুল হক কালু, জাহিদ হাসান গোরা, সাইদুর রহমান, বর্তমান সম্পাদক মফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়।
এছাড়াও মেহেরপুরের গুণী শিল্পি মরহুম মীর মোজাফফর আলী (মরনোত্তর), শাফিনাজ আরা ইরানী, গোলাম মোস্তফা, শওকত আরা মিমি, মীর রওশন আলী মনা, তানভির রহমান, এম সাইদুর রহমান, সংগঠন হিসাবে ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বর, অরনি চিলড্রেন থিয়েটার, ব্লাক এন্ড হোয়াইট ব্যান্ড, জাতীয় সাহিত্য পরিষদ, মেহেরপুর থিয়েটার, মৃত্তিকা গ্রুপ থিয়েটার, অবসরে সাহিত্য সাংস্কৃতিক সংগঠন, উদিচী শিল্পী গোষ্ঠী, প্রথম আলো বন্ধুসভা ও বন্ধন থিয়েটারকে সম্মাননা দেয়া হয়।
পরে “নাচে গানে মেহেরপুর” এ শ্লোগানে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।