আল-আমীন,মেহেরপুর: মেহেরপুর মুজিবনগরে আতিয়ার রহমান নামের এক যুবক তার স্ত্রী নাসিমা খাতুনের নামে অর্থ ও সোনার গহনা নিয়ে পালিয়ে যাবার অভিযোগে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেছে। বাদির দায়ের করা মামলা সুত্রে জানাগেছে, গত ১৬ সেপ্টেম্বর আতিয়ারের পার্শ্ববর্তি আনন্দবাস গ্রামের আবেদ আলীর মেয়ে নাসিমা খাতুনের সাথে এক বছর পূর্বে বিয়ে করেন। বিয়ের পর হটাৎ করে নাসিমা খাতুন কাওকে কিছু না বলে নগদ ৭৮ হাজার ৩শ টাকা এবং প্রায় ৩৫ হাজার টাকা মূল্যের অলংকার নিয়ে পালিয়ে যায়। পরে তার তার পিতার বাড়িতে খোজ নিতে গেলে তার সাথে আসতে অসম্মতি জানায়। পরে টাকা ও গহনা ফেরত চাইলে আতিয়ারকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলেও মামলার আর্জিতে জানানো হয়েছে। একই সাথে নাসিমা খাতুন এতিপূর্বে আরো ৬ ব্যাক্তিকে বিবাহ করেছে বলে জানানো হয়।