আল-আমীন ঃ উচ্চ আদালতের আদেশে আবারও মেহেরপুর পৌরসভার নির্বাচন স্থগিত করলো নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সহকারী সচিব মো: রাজীব আহসান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা গেছে। এ আদেশের প্রেক্ষিতে পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: নওয়াবুল ইসলাম গণবিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন স্থগিত করেছেন। তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয় ০৬ অক্টোবরের ১৭.০০.০০০.০৩৪.৩৮.০০৫.১৫ (অংশ-৮)-৩৯৭ নম্বর পত্রের নির্দেশনা মোতাবেক নির্বাচন কমিশন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মেহেরপুর পৌরসভা নির্বাচন-২০১৬ স্থগিত ঘোষনা করেছেন। প্রসঙ্গত, ২৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন থেকে মেহেরপুর পৌরসভা নির্বাচনের তফসীল ঘোষনা করা হয়। ঘোষীত তফসীল মোতাবেক আগামী ৩১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তফসীলে বৃহস্পতিবার মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। এদিকে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনও স্থিগিত করা হয়েছে।