মেহেরপুরে সেই ব্যক্তি করোনা আক্রান্ত নন, লকডাউনমুক্ত বাড়ি

জেলা প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের লকডাউন করা বাড়িটি খুলে দেওয়া হয়েছে। সর্দি, কাশি, জ্বরে আক্রান্ত হয়ে গাংনী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হওয়া ওই ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ আসায় বাড়িটি খুলে দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) ঢাকার আইইডিসিআর-এ রিপোর্ট দেয়। মেহেরপুর জেলা সিভিল সার্জন ডাক্তার নাসিরুদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
গত বুধবার (১ এপ্রিল) দুপুরের দিকে মেহেরপুর জেলা প্রশাসক মো. আতাউল গনির নির্দেশে জেলা প্রশাসনের একটি গাড়িযোগে তার নমুনা ঢাকায় পাঠানো হয়।
রুহুল আমিন প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে গেলে ফিরিয়ে দেয় হাসপাতাল। এরপর গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার জন্য এলেও অনেক গড়িমসি করে তাকে ভর্তি নেন ডাক্তাররা। ভর্তি নিলেও প্রথম দিকে চিকিৎসা না দিয়ে রাত সাড়ে ১২টা পর্যন্ত ফেলে রাখেন বলে পরিবারের লোকজন অভিযোগ করেন।
এর পরপরই তাকে আইসোলেশনে ও পরে তার গাঁড়াডোব গ্রামের বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি লকডাউন করা হয়।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, আইইডিসিআর থেকে রিপোর্ট পাওয়ার পর বিকেলের দিকে তার বাড়িটি লকডাউনমুক্ত ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই রোগীটি চিকিৎসাধীন।