
নাটোর প্রতিনিধি : গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৫০/৬০টি মোটরসাইকেলের বহর নিয়ে মেয়র সমর্থকেরা উপজেলা মাসিক সমন্বয় সভায় যোগ দিতে গেলে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ ১০ জন আহত হয় এবং লাঠি চার্জের সময় মেয়রও লাঠি চার্জের শিকার হন বলে মেয়রের পক্ষ থেকে দাবি করা হয়। পরে মেয়র সহ ৬৭ জনের নাম উল্লেখসহ আরো ২০০ জন অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহ নেওয়াজ আলী মোল্লার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মেয়রসহ চারজনকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
সোমবার ভোরে জাতীয় প্রেসক্লাব এলাকা থেকে শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন মেয়র সমর্থক বাবু আলী, আমিরুল ইসলাম ও বক্স। গত বৃহস্পতিবার গুরুদাসপুরে আওয়ামী লীগের রাজনৈতিক দলাদলির কারণে উপজেলা মাসিক সমন্বয় সভাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে মেয়র সমর্থকদের সংঘর্ষ বাধে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কুমার দাস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।