সিরাজগঞ্জ প্রতিনিধি : জেলার শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র হালিমুল হক মিরু ও তার সহযোগী কে এম নাসির উদ্দীনকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
হালিমুল হক মিরু জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও। নাসির উদ্দীন মামলার ৪ নম্বর আসামি।
রোবার দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির জরুরি সভায় তাদের বহিষ্কার করার জন্য জেলা আওয়ামী লীগকে সুপারিশ করা হয়।
শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন এমপি এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়।