অর্থনৈতিক প্রতিবেদক : সুদের হার বৃদ্ধির প্রেক্ষিতে গ্রাহক মেয়াদপূর্তির আগে ঋণ পরিশোধ করতে চাইলে ‘আর্লি সেটেলমেন্ট ফি’ বা অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না।
রোববার বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার্স সার্ভিস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।
পরিপত্রে বলা হয়েছে, যেসব মেয়াদি ঋণের সুদহার (ইসলামী ব্যাংকের পরিভাষায় বিনিয়োগের ওপর মুনাফার হার) পরিবর্তনশীল সেক্ষেত্রে সুদ বা মুনাফার হার বৃদ্ধি করতে হলে তার যৌক্তিকতা তুলে ধরে গ্রাহককে একমাস সময় দিয়ে নোটিশ প্রদান করতে হবে।
এতে আরো বলা হয়েছে, নোটিশের সাথে গ্রাহককে হালনাগাদ দায়সহ নতুন পরিশোধ সূচি সরবরাহ করতে হবে। সুদ বা মুনাফার হার বৃদ্ধির কারণে গ্রাহক যদি এক মাসের মধ্যে ঋণ বা বিনিয়োগের অর্থ পরিশোধের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তি ঘটাতে চান, তবে ‘আর্লি সেটেলমেন্ট ফি’ বা অতিরিক্ত কোনো ফি আদায় ব্যতিত পরিশোধের সুযোগ পাবেন।
চলতি ঋণ বা ডিমান্ড লোনেও অতিরিক্ত কোনো অর্থ আদায় করা যাবে না বলেও পরিপত্রে উল্লেখ করা হয়েছে।