অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান মোজাফফর হোসেন স্পিনিংয়ের শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেওয়া হয়নি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এই তথ্য জানিয়েছে।
নিয়ম অনুযায়ী, ডিভিডেন্ড সংক্রান্ত ঘোষণা দেওয়ার কারণে কোম্পানিটির শেয়ার লেনদেনে আজ কোনো সার্কিট ব্রেকার দেয়নি।
মোজাফফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ এ কোম্পানির শেয়ার দর ১১ দশমিক ১৮ শতাংশ বা ১ দশমিক ৮০ টাকা কমে ১৪ দশমিক ৩০ টাকায় লেনদেন হয়।