আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ মোজাম্বিকে একটি তেলবাহী ট্যাংকার বিস্ফোরিত হয়ে ৭৩ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির টেটে প্রদেশের ক্যাপহিরিজাঙ্গে শহরে এ ঘটনা ঘটে।
রেডিও মোজাম্বিক জানিয়েছে, প্রতিবেশী দেশ মালাউই থেকে আসা এক ট্যাংকার চালক প্রধান সড়কটি বন্ধ করে দিয়ে স্থানীয়দের কাছে তেল বিক্রি করছিল। স্থানীয়রা গাড়িটির চারপাশে তেল কেনার জন্য ভীড় জমিয়েছিল। এক পর্যায়ে ট্যাংকারটি বিস্ফোরিত হলে নিহত হয় ৭৩ জন। আহত হয়েছে আরো ১১০ জন। অনেক অগ্নিদগ্ধকে প্রাণ বাঁচাতে পাশের একটি নদীতে ঝাপ দিতেও দেখা গেছে।
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, খবর পাওয়ার পরপর ঘটনাস্থলে ছুটে গেছে চিকিৎসক দল। কিন্তু রাত হয়ে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সরকারি কর্মকর্তাদের বিশ্বাস, পাশের বনে আরো মৃতদেহ থাকতে পারে। এ ব্যাপারে ওই এলাকায় উদ্ধার অভিযান চলছে।
কী কারণে ট্যাংকারটি বিস্ফোরিত হয়েছে তা তাৎক্ষনিভাবে জানা যায়নি। তবে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, ট্যাংকারের কাছে থাকা আগুন থেকে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে। আবার কেউ কেউ বলছেন, স্থানীয়রা তেল নেয়ার সময় সেখানে বজ্রপাত হয়েছিল।