মোরেলগঞ্জে কৃমিনাশক ট্যাবলেটে অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজে জেলা উপজেলার স্বাস্থ্যকর্মীরা

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী মাধ্যমিক বিদ্যালয়ে কৃমিনাশক ট্যাবলেটে অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজে আসেন জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এ নিয়ে সোমবার সকালে জেলা ও উপজেলার দুটি টিম বিদ্যালয়ে ছাত্রী অভিভাবক ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। অসুস্থ ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজ নিতে বিদ্যালয়ে আসেন জেলা ইপিআই সুপারিনটেনন্ডেট, সিবিটি মোঃ ফারুক হোসেন ,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ শাহজাহান কবির, উপজেলা স্যানিটারী ইনন্সপেক্টর গোবিন্দ চন্দ্র দাস ।

পরিদর্শন টিম সার্বিক জানান, কৃমিনাশক ট্যাবলেটের কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। শারীরিক দুর্বলতার কারনে এ ঘটনা ঘটতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান জানান, অসুস্থ্য ছাত্রীদের সর্বক্ষনিক খোঁজ নিয়েছি। বর্তমানে তারা সকল্ইে সুস্থ্য আছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হোসেন শিকদার ও সহকারি প্রধান শিক্ষিকা সায়লা পারভীন জানান, কৃমিনাশক ট্যাবলেটে বেশি অসুস্থ ৮ম শ্রেণীর ছাত্রী দিপু মিস্ত্রিকে পার্শ্ববর্তী শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছিল।

আজ (সোমবার) দুপুরে তাকে রিজিল দেয়া হয়। পরিদর্শন টিম শরনখোলা হাসপাতালে দিপু মিস্ত্রির খোঁজ নেয়।