
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জ দুঃস্থ মহিলাদের মাঝে বৃহস্পতিবার বিকেলে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। উপজেলা মহিলা ফোরামের আয়োজনে ও ২০১৬-২০১৭ অর্থবছরে এডিবি’র অর্থায়নে সেলাই মেশিন বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল।
উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত বিতরণী সভায় পৌর সদর সহ ১৬ ইউনিয়নের ২০ জন মহিলাকে সেলাই মেশিন বিতরণ করা হয়।