মোরেলগঞ্জে প্রায় ৩ লক্ষ টাকার জাল ভস্মিভূত

মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে আটক প্রায় ৩ লক্ষ টাকার অবৈধ জাল শুক্রবার বিকেলে ভস্মিভূত করেছে কোষ্ট গার্ড।

মোরেলগঞ্জে পানগুছি নদীতে অভিযান চালিয়ে এসব অবৈধ জাল আটক করে কোষ্ট গার্ড। পানগুছি নদীর খাউলিয়া এলাকায় আবারো অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার বেহুনদি বা বাধা জাল আটক করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মাদ ওবায়দুর রহমান ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস কে অবহিত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্টেট মুহম্মাদ ওবায়দুর রহমান এর নির্দেশে গতকাল বিকেলে কোষ্ট গার্ড সংলঘœ বালুর মাঠে কোষ্ট গার্ডের সিসি মোঃ ফরিদুল ইসলাম, স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকদের উপস্থিতিতে এসব অবৈধ জাল ভস্মিভূত করা হয়।

উল্লেখ্য গত ২৭ এপ্রিল মোরেলগঞ্জে খাউলিয়া বাজার সংলঘœ পানগুছি নদীতে মৎস্য দপ্তর ও কোষ্ট গার্ড যৌথ অভিযান চালিয়ে বাধা জাল, নেট জাল সহ বিভিন্ন প্রকারের অবৈধ জাল আটক করে ৫ লক্ষাধীক টাকার জাল পোড়ানো হলেও মাত্র এক দিনের ব্যবধানে আবারো অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকার অবৈধ জাল অটক করে ভস্মিভূত করা হয়।