মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা

মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি : ‘প্রানের স্পন্দনে,প্রকৃতির বন্ধনে’প্রতিপাদ্য বিষয় নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০১৭। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বেসরকারি সংস্থা সুশীলনের আয়োজনে সকালে র‌্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড.শাহ-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম। ‘আমি প্রকৃতি, প্রকৃতি আমার’ দিবসটির শ্লোগান নিয়ে বক্তব্য রাখেন,খাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মাষ্টার আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার মো: আনিছুর রহমান, মোরেলগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন। স ালকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল হান্নান ##