
মো:রফিকুল ইসলাম,মোরেলগঞ্জ প্রতিনিধি ঃ বাগেরহাটের মোরেলগঞ্জে মাল্টিমিডিয়া ক্লাশ নিশ্চিতকরণে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের সাথে আইএমএস তথ্য হালনাগাদ, পিবিএম বাস্তবায়নসহ শিক্ষার সার্বিক মন্নোয়নে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের এক মতবিনিময় সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়।
উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. শাহ-ই-আলম বাচ্চু।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলমগীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার জাকিরুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম, উপজেলা হিসাব রক্ষন অফিসার তরফদার রবিউল ইসলাম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান। উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ৬৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সংশ্লিষ্ট বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক ও আইসিটি প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষকসহ ১২৮ জন অংশগ্রহন করেন।