মোহমান্দ এজেন্সির একটি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় দুই সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শাসিত মোহমান্দ এজেন্সির একটি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় দুই সেনা ও চার জঙ্গি নিহত হয়েছে।

মোহমান্দ এজেন্সির গালানাইয়ে শনিবার সেনাঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। এ সময় দুই সেনা নিহত হন। সেনাদের প্রতিরোধ হামলায় নিহত হয় চার জঙ্গি।

ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের ডিজি ওয়াসিম বাজা এক টুইটে এ ঘটনার সত্যতা জানিয়েছেন। সামরিক বাহিনী জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী চার জঙ্গি নিহত হয়েছে। এতে আহত হয়েছেন ১৪ সেনা।

জঙ্গিগোষ্ঠী জামাত-উল-আহরার এ হামলার দায় স্বীকার করেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকাল সাড়ে ৬টার দিকে জঙ্গিরা সেনাঘাঁটিতে হামলা চালায়। চার হামলাকারী নিহত না হওয়া পর্যন্ত তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি চলে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মোহমান্দ এজেন্সিতে কারফিউ জারি করা হয়েছে। হামলার সঙ্গে অন্যদের ধরতে হেলিকপ্টার নিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে সেনাবাহিনী।