নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করে ছিনতাইকারিদের উৎপাত বেড়ে গেছে। দিনে-দুপুরে ভয়ভীতি দেখিয়ে তারা কোমলমতি শিক্ষার্থীদের মোবাইল ফোন, বাই সাইকেল, হাতঘড়ি এমনকি নগদ ১০/২০ টাকা পর্যন্ত ছিনিয়ে নিয়ে যাচ্ছে।
ছিনতাইয়ের শিকার শিশুদের অভিভাবকরা ঝামেলা এড়াতে ও ছিনতাইকারী চক্রের ভয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ করেন না। সরেজমিনে গিয়ে এই তথ্য পাওয়া গেছে।
রেসিডেনসিয়াল মডেল স্কুলের ছাত্র রাহাত জানায়, কিছুদিন আগে স্কুলের পশ্চিম পাশের গেট দিয়ে বের হয়ে কিছুদূর আসার পর ৬ জনের একটি গ্রুপ তার গতিরোধ করে। চাকুর ভয় দেখিয়ে তার কাছ থেকে নকিয়া ব্র্যান্ডের একটি মোবাইল ফোন নিয়ে যায়। চাকুর সামনে সে কোন কথা বলেনি।
রাহাত তার পরিচয়, স্কুলের ক্লাস ও সেকশনের কথা উল্লেখ না করার অনুরোধ জানিয়ে বলেছে, এ ঘটনায় তার বাবা-মা থানা পুলিশের কাছে অভিযোগ করেননি। ছিনতাইকারীরা পরে যদি রাস্তায় তার কোন ক্ষতি করে- এই আশঙ্কায় তারা কোন ব্যবস্থা নেননি। কিন্তু ঘটনাটি তার ভেতরে ব্যাপক ভীতি সৃষ্টি করেছে। প্রশ্নের জবাবে রাহাত জানায়, তার স্কুলের অনেক ছাত্রই ছিনতাইকারীদের হাতে মোবাইল ফোন, ঘড়ি, ব্যাগ এবং টাকা খুইয়েছে। ছাত্ররা প্রায়ই এ ধরনের ঘটনার শিকার হচ্ছে।
সরেজমিনে ঘুরে জানা গেছে, মোহাম্মদপুর শিয়া মসজিদ মোড় এলাকা, রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পশ্চিম পাশের এলাকা, ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা, সরকারি আইডিয়াল প্রাইমারি স্কুল, মোহাম্মদপুর সরকারি স্কুলের দক্ষিণ-পশ্চিম পাশের এলাকা, কিশলয় স্কুলের সামনের এলাকা, জাকির হোসেন রোড সংলগ্ন এলাকায় ছিনতাই হয় বেশি। মুলত: আসাদ গেট-মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সড়কের উত্তর পাশের পুরো আবাসিক এলাকায় নিরিবিলি রাস্তায় এই ছিনতাই হয়ে থাকে। ছিনতাইকারীদের বেশির ভাগের বয়স ১৬ থেকে ২৫ এর মধ্যে। স্কুলের ছাত্র দেখে তারা দল বেঁধে পথরোধ করে এবং চড় থাপ্পড় দিয়ে ও মারধর করে জিনিস ও টাকা ছিনিয়ে নেয়। তাদের প্রথম টার্গেট মোবাইল ফোন সেট।
তাজমহল রোডে ফ্ল্যাক্সিলোড ব্যবসায়ী মো: আইয়ুব বলেন, ‘শোনা যায়, এ রোডের মাথা থেকে রিং রোড পর্যন্ত আবাসিক এলাকায় অলিগলিতে ছিনতাইকারীরা ওৎ পেতে থাকে। তাদের দলে ২ থেকে ৫ জন ছেলে থাকে। এরা রাস্তায় মেয়েদের উত্যক্ত করে বলে অভিযোগ আছে। স্কুলের কোমলমতি ছেলেরা ছিনতাইয়ের শিকার হয়েছে- এমন কথা মাঝেমধ্যেই কানে আসে।’ অবশ্য তিনি নির্দিষ্ট করে কোন ঘটনার কথা বলতে পারেননি।
মোহাম্মদপুর থানায় খোঁজ নিয়ে জানা গেছে, হাজারীবাগ, রায়েরবাজার, কামরাঙ্গীর চর, বেড়িবাধ এলাকা ও আশপাশ এলাকা থেকে কিছু কিশোর ও যুবক এই এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে আসে। এখানে ১৭টি গ্রুপ ছিনতাই ও নানা ধরণের অপরাধে যুক্ত। এদের মধ্যে একটি অংশ এই এলাকার বাসিন্দা। তারা আগতদের সমর্থণ দেয় ও শক্তি যোগায়। বেশিরভাগই মাদকাসক্ত এবং মাদকের টাকা জোগাড় করার জন্য ছিনতাইয়ের মতো অপরাধ করছে তারা। এদের মধ্যে অনেকেই বস্তিতে থাকে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা গত মাসের শেষ দিকে পুরো মোহাম্মদপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ১৩ ছিনতাইকারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২ শতাধিক মোবাইল ফোন সেট উদ্ধার করা হয় এবং জব্দ করা হয় বলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান জানান।
তেজগাঁও জোনের উপ-পুলিশ (ডিসি) কমিশনার বিল্পব কুমার বিশ্বাস বলেন, ‘বিভিন্ন সময়ে এ ধরনের ঘটনার কথা কানে আসে। কিন্তু সুনির্দিষ্ট করে কেউ থানা পুলিশকে জানায় না। জানালে সে ক্ষেত্রে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। ছিনতাইকারিদের গ্রেপ্তারে পুলিশ জোরালো অভিযান পরিচালনা করবে।’