মোহাম্মদপুরে জামায়াতে ইসলামীর ২৮ নারী কর্মীকে আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকা থেকে জামায়াতে ইসলামীর ২৮ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তাজমহল রোডে ১১/৭ নম্বর বাসা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) হাফিজ আল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাংগঠনিক বৈঠকরত অবস্থায় তাদের আটক করা হয়েছে। আটককৃতরা সংগঠনের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন। অভিযানকালে ওই বাসা থেকে তাদের সংগঠনের বেশকিছু নথি উদ্ধার করা হয়েছে। এসব পর্যালোচনা করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ওই বাসায় সংঘবদ্ধ হয়ে তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। তবে সেখানে তারা নাশকতা বা অন্য কিছুর পরিকল্পনা করছিল কি না তা এখনো জানা যায়নি।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন হাফিজ আল ফারুক।