নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাঁশবাড়ি বস্তির দেড় শতাধিক ঘর আগুনে পুড়ে গেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের পাশের বাঁশবাড়ি বস্তিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর পলাশ চন্দ্র এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে গেছে।
তিনি বলেন, বস্তিতে প্রায় তিন শতাধিক ঘর রয়েছে। এগুলো বাঁশ, কাঠ ও টিনের তৈরি। বেশির ভাগ ঘর দ্বিতলবিশিষ্ট।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মাসুদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখতে হবে।’