
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন-রবিউল ইসলাম (২৮) ও আবু বকর (২৪)।
বৃহস্পতিবার রাতে র্যাব-২ এর একটি দল মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) কাওছার আহমেদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ পাসপোর্ট, বিভিন্ন অফিসের ৮৭টি সিল, দুটি ল্যাপটপ ও অন্যান্য ভুয়া কাগজপত্র জব্দ করা হয়েছে।
এ বিষয়ে দুপুরে আগারগাঁওয়ে র্যাব-২ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।