‘মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদ’ থাকবে না

আর্ন্তজাতিক ডেস্ক : ট্রাম্প বলেন, ‘সারা বিশ্বে সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়েছে। কিন্তু শান্তির পথের শুরু হয়েছিল এখান থেকে, এই প্রাচীন মাটি, এই পবিত্র ভূমি থেকে।’

৫৭টি মুসলিম দেশের নেতাদের সামনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘একটি ভালো ভবিষ্যত তখনই সম্ভব যখন আপনাদের জাতি সন্ত্রাসীদের বের করে দেবে। তাদেরকে দূর করে দিন! তাদেরকে দূর করে দিন আপনাদের প্রার্থণাগৃহ থেকে, তাদেরকে দূর করে দিন আপনাদের সমাজ থেকে। তাদেরকে দূর করে দিন আপনাদের পবিত্র ভূমি থেকে এবং তাদেরকে দূর করে দিন এই পৃথিবী থেকে।’

ইরানের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘ কয়েক দশক ধরে ইরান বিচ্ছিন্নতাবাদ ও সন্ত্রাসবাদে মদদ জুগিয়ে আসছে। এর সরকার কেবল গণহত্যা, ইসরায়েলকে ধ্বংসের শপথ, আমেরিকার মৃত্যু এবং এ কক্ষের অনেক নেতা ও তাদের দেশকে ধ্বংসের কথা বলে।’
‘ইসলামি চরমপন্থার’ বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম দেশগুলোর নেতাদের একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরমপন্থিদের সম্পর্কে বলেছেন, ‘তাদেরকে এই পৃথিবী থেকে দূর করে দিন।’

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত আরব-ইসলামিক-আমেরিকান সম্মেলনে সোমবার তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প তার ভাষণে ইরানকে মধ্যপ্রাচ্যে জঙ্গিদের অর্থের জোগানদাতা হিসেবে মন্তব্য করেছেন। সৌদি আরবও ইরান সম্পর্কে একই ধারণা পোষণ করে। দ্বিতীয়বারের মতো নির্বাচিত ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানিকে এর মাধ্যমে তেহরানের প্রতি কঠোর মার্কিন মনোভাবেরই ইঙ্গিত দিলেন ট্রাম্প।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ট্রাম্প বারবার ‘মৌলবাদী ইসলামিক সন্ত্রাসবাদ’ শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। সোমবার সম্মেলনে ভাষণ দেওয়ার সময় সচেতনভাবেই এই শব্দগুচ্ছ ব্যবহার করেননি তিনি।