মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি রোধে নীলফামারীতে সিপিবির বিক্ষোভ ও মানববন্ধন

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারীঃ- দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, বাড়িতে আগুন, ভাংচুর, লুটপাটকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে নীলফামারী সিপিবি লাল পতাকাসহ বিক্ষোভ মিছিল এবং স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করেছেন।
মঙ্গলবার দুপুরে শহরের কালিবাড়ী মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সাম্প্রদায়িক সন্ত্রাস বিরোধী শ্লোগান দিয়ে শহরের বিভিন্ন মোড় প্রদক্ষিণ করে স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধন কর্মসুচী পালন করেন।
নীলফামারী সিপিবি সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সাধারন সম্পাদক শ্রীদাম দাস, উদীচীর সহকারী সাধারন সম্পাদক মনসুর আলী ফকির, উদাস রায়, মোস্তাক আহমেদ, ছাত্র ইউনিয়ন সভাপতি কমল সরকার, খন্দকার হানিফসহ অনেকেই।
এ সময়ে বক্তারা দাবী করেন, মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি আবারও মাথা চাড়া দিয়েছে।
তারা দেশের বিভিন্ন স্থানে মন্দির, বাড়িঘরে হামলা, অগ্নি সংযোগ, লুটপাট ও শারিরীক নির্যাতন করছে। সরকার সাম্প্রদায়িক অপশক্তি মোকাবেলায় দায়িত্বশীল ভুমিকা পালন করছেন না। এই সাম্প্রদায়িক অপশক্তিকে এখনই মোকাবেলা করতে হবে। নয়তো দেশের অস্তিত্ব বিপন্ন হবে। এজন্য দেশ প্রেমিক অসাম্প্রদায়িক মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে ঐক্যবদ্ধ হবার আহ্ববান জানান তারা।