
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা থেকে অস্ত্রসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার দুইজনেরই নাম পারভেজ। তাদের একজনের আনুমানিক বয়স ২৪ বছর এবং অপরজনের ২৫ বছর। তাদের বাড়ি জেলার বড়লেখা উপজেলার চান্দ গ্রামে।
আজ শুক্রবার ভোরে কুলাউড়া উপজেলার বাদে মনসুর এলাকা থেকে তাদের গেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয় অস্ত্র ও নম্বরবিহীন একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।