মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে এক ইউপি সদস্য নিহত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষে ফয়জুর রহমান ফজলু (৫০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার মানিকসিংহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফজলু বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। তার বাড়ি ওই ইউনিয়নের বাহারপুর গ্রামে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার রাত ১০টার দিকে কুলাউড়া থেকে বড়লেখাগামী একটি অটোরিকশা জুড়ী উপজেলার মানিকসিংহ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ইউপি সদস্য ফয়জুর রহমান ফজলু মারাত্মক আহত হন। তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুলাউড়া হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।