
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে নাহিদা আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের উত্তর পাঁচাউন গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাহিদার ছোট বোন নাঈমা আক্তার গুরুত্বর আহত হয়েছে। তাকে শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাহিদা পাঁচাউন গ্রামের আব্দুল মালিকের মেয়ে।
স্থানীয়রা জানান, ভারি বর্ষণের কারণে আলাল মিয়ার মাটির ঘরের দেয়াল ধসে আব্দুল মালিকের ঘরের উপর পড়লে নাহিদা ও নাঈমা মাটি চাপা পড়ে। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে মাটি সরিয়ে নাহিদার লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় নাঈমাকে উদ্ধার করে শ্রীমঙ্গল হাসপাতালে নিয়ে যান।