মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় খলিল উদ্দিন (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন ।

সোমবার দুপুর ১২টায় উপজেলার বরমচাল ইউনিয়নের ইটাখলায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিল জামালপুরের সরিষাবাড়ী উপজেলার জগন্নাতপুরে ইউনিয়নের স্থল গ্রামের মৃত জুলহাস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, তেল-গ্যাস অনুসন্ধান কাজে নিয়োজিত একটি ট্রাক পিছন দিক থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে খলিল উদ্দিন নিহত হন।

খবর পেয়ে কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম ও আবুল বাশার ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহতদের উদ্ধার করেন।

কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামছুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।