
মাহবুব রহমান ঃ রবিবার গভীর রাতে ময়মনসিংহের গফরগাঁওয়ের রৌহা এলাকায় জনতার হাতে তিন আন্তঃজেলা ডাকাত আটক হয়েছেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত আড়াইটার দিকে রৌহা চাঁদ মার্কেট এলাকায় শাহাবুদ্দিনের অটোরিকশা ওয়ার্কশপের তালা ভেঙে ডাকাতি করার সময় মাকের্টের দোতলায় বাসায় অবস্থানরত দোকান মালিক টের পেয়ে মোবাইলে এলাকাবাসী ও থানা-পুলিশকে ডাকাতির ঘটনা জানান।
এলাকাবাসী ঘেরাও করে প্রায় ৩০ মিনিট ধাওয়া-পাল্টা ধাওয়ার পর আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নরসিংদির শিবপুর উপজেলার সৃষ্টিনগন গ্রামের সোহাগ (৩২), বশির (৩৫) ও রায়পুরা উপজেলার পিরোজকান্দি গ্রামের নূর ইসলামকে (২৭ ) ঘটনাস্থল থেকে আটক করে গণপিটুনি দেন। এ সময় আরো দুই ডাকাত পালিয়ে যান। খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ডাকাতকে আটক করে। এ সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহƒত একটি পিকআপ ঘটনাস্থল থেকে জব্দ করে।
গফরগাঁও থানার ওসি (তদন্ত) তারিকুজ্জামান জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাাবাদ করা হচ্ছে। শনিবার দিন সন্ধ্যায় এই দোকানে তারা রেকি করেছেন বলে স্বীকার করেছেন।