
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় উচ্চৈঃস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় আনোয়ারা বেগম (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাত হত্যার অভিযোগ উঠেছে।
শুক্রবার রাতে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তার মেয়ে নূরজাহান বেগম খুশি (১৫)। আনোয়ারা বেগম ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার নগরীর আকুয়া ৩৬ বাড়ি কলোনি এলাকায় শবেবরাতের নামাজের সময় উচ্চৈঃস্বরে গান বাজাচ্ছিল একই এলাকার মাহাবুবু, আহাদ ও রাহাদ। আনোয়ারা বেগম তাদের গান বন্ধ করতে বলেন। এতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে শুক্রবার রাতে ওই নারীর বাসায় গিয়ে মাহাবুবু, আহাদ ও রাহাদ ছুরিকাঘাত করে। মাকে বাঁচাতে এসে আহত হয় মেয়ে খুশি। পরে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মারা যান আনোয়ারা বেগম। তবে খুশির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
ওসি আরো জানান, আজ মামলা দায়ের করা হবে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।