ময়মনসিংহে শিক্ষা কর্মকর্তা ঘুষের টাকাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলামকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার দুপুরে ওই শিক্ষা কর্মকর্তাকে নিজ কার্যালয় থেকে ঘুষ নেওয়া ১০ হাজার টাকাসহ গ্রেপ্তার করা হয়। দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল তাকে গ্রেপ্তার করে।

নাসিম আনোয়ার বলেন, শিক্ষাবিষয়ক প্রকল্পের কাজে অনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছ থেকে ঘুষ নেওয়ার সময় আনোয়ারুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলা শেষে তাকে আদালতে নেওয়া হবে।