
মাহবুব রহমানঃ ময়মনসিংহ জেলাকে ডিজিটাল জেলা হিসেবে রূপান্তরিত করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার বিকালে গফরগাঁও উপজেলা শিল্পকলা একাডেমিতে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সুধীজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো খলিলুর রহমান। এই মতবিনিময় সভায়
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা শামীম রহমান এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো আমির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফীন, কৃষি অফিসার এস এস ফারহান হোসেন, মৎস অফিসার জহিরুল ইসলাম আকন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ উপজেলা স্বাস্থ্য ও পপ কর্মকর্তা ডা আলম আরা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধানরা। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ বিভিন্ন স্তরের লোকজন মতবিনিময় সভায় অংশ নেন।
এর আগে ডিসি খলিলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন। পরে ডিসি নবনির্মিত পৌর ভবন পরিদর্শন করেন। পরে দুপুর ১২টার দিকে গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউয়নিয়নে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের মধ্যে অন্যতম ‘আশ্রয়ন প্রকল্প’ পরিদর্শন করেন ডিসি। দুপুর ২টার দিকে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছ জানান সহকারী কমিশনার (ভূমি) শেখ শামছুল আরেফীন।