যশোরকে নিয়ে আলাদা বিভাগ ঘোষণার দাবি

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ, মাগুরা, নড়াইল ও যশোরকে নিয়ে আলাদা বিভাগ ঘোষণার দাবি জানিয়েছে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদ।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বৃহত্তম যশোরের নড়াইল, মাগুরা, ঝিনাইদহ ও যশোরকে নিয়ে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি। মাগুরাকে প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে সংযুক্তির প্রচেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। বিভাগীয় অনেক অফিস বর্তমানে যশোরে রয়েছে। খুলনা বিভাগের মধ্যবর্তী স্থান হিসেবে যশোর থেকে দেশের যে কোনো দূরত্বে দ্রুত যাতায়াত করা যায়। বেনাপোল বন্দর থেকে বছরে তিন হাজার কোটি টাকার রাজস্ব পায় সরকার। তাই যশোর বিভাগ হওয়ার যোগ্য।’

মানববন্ধনে প্রাক্তন সংসদ সদস্য অ্যাডভোকেট খান টিপু সুলতানের সভাপতিত্বে বৃহত্তর যশোর উন্নয়ন ও বিভাগ বাস্তবায়ন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।