
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলায় ওমর আলী নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
রোববার রাতে উপজেলার হাড়িখালি বাজারে এ ঘটনা ঘটে।
ওমর আলীর ছেলে মিন্টু মোড়ল জানান, রোববার রাতে সন্ত্রাসীরা তার বাবাকে পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা ছুটে গেলে সন্ত্রাসীরা কয়েকটি বোমা ফাটিয়ে এলাকা ত্যাগ করে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি অভিযোগ করেন, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সন্ত্রাসী লিটন, রিপন, আশা, ওহাব ও মন্টু তার বাবাকে পিটিয়ে হত্যা করেছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কল্লোল কুমার সাহা জানান, হাসপাতালে আনার আগেই ওমর আলী মারা গেছেন।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ করিম জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যার কারণ জানা যায়নি।