যশোরে এক গ্যারেজে অগ্নিকাণ্ডে দুইজন নিহত ও দুইজন আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোর শহরতলীর বাহাদুরপুরে এক গ্যারেজে অগ্নিকাণ্ডে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। আগুনে গ্যারেজে থাকা কেমিক্যালবাহী কাভার্ড ভ্যানসহ পাঁচটি গাড়ি ভস্মীভূত হয়েছে। ঘটনার পর যশোর খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের সদস্যরা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনো পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, যশোর-ঢাকা মহাসড়কের বাহাদুরপুরে রজনীগন্ধা ফিলিং স্টেশনের পাশেই সুমন নামে এক ব্যক্তির একটি গ্যারেজ আছে। সেখানে রাতে শ্রমিকরা গাড়ি ডেন্টিংয়ের কাজ করছিলেন। এ সময় পাশের বৈদ্যুতিক ট্রান্সমিটার বার্স্ট হয়ে কেবলে আগুন ধরে যায়। ক্রমে তা ছড়িয়ে পড়তে থাকে। আগুনে গ্যারেজে পার্ক করে রাখা একটি কাভার্ড ভ্যান এবং কয়েকটি ট্রাক পুড়ে ছাই হয়ে যায়।

পরে সেখান থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

ফায়ার সার্ভিস যশোর স্টেশনের সহকারী পরিচালক পরিমল চন্দ্র কুন্ডু বলেন, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দুইজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না।