যশোরে গাছের সঙ্গে বালিভর্তি ট্রাকের ধাক্কায় চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরের মণিরামপুরে গাছের সঙ্গে বালিভর্তি ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাকের হেলপার আহত হয়েছেন।

নিহত চালকের নাম রেজাউল করিম (৪৩)।তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পীরগাছা হুসাখালী গ্রামের আবুল ফজলের ছেলে।

আহত হেলপারের নাম আল আমিন (২৫)।তিনি জেলার চৌগাছার স্বরুপদাহ গ্রামের ওহেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার যশোর-চুকনগর সড়কের মণিরামপুরের বিজয়রামপুর বেলতলায় দুর্ঘটনাটি ঘটে। আল আমিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. দিলীপ রায় বলেন, নিহতের লাশ হাসপাতালে আনা হয়। বুকে আঘাতজনিত কারণে রেজাউলের মৃত্যু হয়েছে। আহত হেলপারকে এখানে ভর্তি করা হয়েছে।