নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ইসলামী আন্দোলনের নেতাসহ দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শুক্রবার সকালে জেলার বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলা বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর সদর উপজেলার শেখহাটি এলাকার সাইফুল্লাহ মোল্লার ছেলে ইসলামী আন্দোলনের যশোর সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু জাফর যশোরী (৩২) ও নূরপুর ডাকাতিয়া এলাকার সোলায়মানের ছেলে হাফেজ বোরহান উদ্দিন (৩০)।
আহতরা হলেন- যশোরের অভয়নগর উপজেলার রাজঘাট নতুনমাথা এলাকার তবিবুর রহমান তামিম (২১) ও মাগুরার শালিখা উপজেলার আবুজার (১৮)।
বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, আবু জাফর যশোরীসহ চারজন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পায়রা গ্রামের একটি ওয়াজ মাহফিল থেকে প্রাইভেটকারে যাশোর ফিরছিলেন। সকালে ছাতিয়ানতলা বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।