যশোরে দুর্বৃত্তদের গুলিতে এক গৃহবধূ আহত

নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে দুর্বৃত্তদের গুলিতে শান্তা বেগম (৩০) নামে এক গৃহবধূ আহত হয়েছেন।

বুধবার সকালে শহরের ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। শান্তা শহরের পালবাড়ি এলাকার তরিকুজ্জামান সুমনের স্ত্রী।

শান্তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার এসআই কাইউম মুন্সি জানান, বুধবার সকালে শান্তা বাড়ি থেকে বের হয়ে ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার বাঁ পায়ে গুলি করে পালিয়ে যায়।

হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স নাজমা সুলতানা জানান, শান্তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় ডা. জাহাঙ্গীর আলম তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশি তৎপরতা শুরু করেছে।’