যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

স্টাফ রিপোর্টার।। যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত ও তিন জন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার মণিরামপুর উপজেলার পাড়দীয়া গ্রামের রহমত উল্লাহর ছেলে চানাচুর কোম্পানির বিক্রয় প্রতিনিধি নজরুল ইসলাম (৩০) ও আগরহাটি গ্রামের মৃত ওসমান গনির ছেলে ভ্যানচালক সাহেব আলী (৫০) এবং সদর উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মাছ ব্যাবসায়ি কৃষ্ণদাস (৪০)।আহতরা হলেন, একই উপজেলার মনোহরপুর গ্রামের হাতেম আলী সরদারের ছেলে শরিফুল ইসলাম (৫০) ও ভবানীপুর গ্রামের সত্যরঞ্জন বিশ্বাসের ছেলে জয়দেব বিশ্বাস (৪৫) এবং মোটরসাইকেল চালক খাকুন্দি গ্রামের কওসার আলীর ছেলে মশিয়ার রহমান (৩৫)।পুলিশ জানিয়েছেন, মঙ্গলবার সকালে নিহত দু’জন সুন্দলপুর বাজার থেকে ভ্যানে চানাচুর বোঝাই করে নেহালপুর বাজারে বিকিকিনির জন্য যাচ্ছিলেন। আর আকিজ জুটমিলের বাসটি সাতনল বাজার থেকে শ্রমিকদের নিয়ে নওয়াপাড়ায় যাচ্ছিল। পথিমধ্যে সিলিমপুর বাজারে আসলে বিপরীত মুখি একটি যাত্রীবাহি বাস (ঢাকা মেট্রো-স-১৪-০০৬২) তাদের ভ্যানে ধাক্কাদেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম ও সাহেব আলীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মণিরামপুর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।আপরদিকে মঙ্গলবার দুপুরে যশোর-খুলনা মহাসড়কের রামনগর পিকনিক কর্ণারের সামনে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যাবসায়ি কৃষ্ণদাস (৪০) নিহত হয়েছে৷ জানা যায়, মঙ্গলবার দুপুরে মাছ বিক্রিকরে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলো কৃষ্ণদাস৷ যশোর-খুলনা মহাসড়কের রামনগর পিকনিক কর্ণারের সামনে পৌছালে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়৷ স্থানিয়দের খবরের ভিক্তিতে যশোর ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিডার সাখাওয়াত হোসেন উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক কাজল মল্লিক তাকে মৃৃত ঘোষনা করেন৷এদিকে, একই দিন দুপুর ১২টার দিকে মোটরসাইকেল যোগে শরিফুল ইসলাম, জয়দেব বিশ্বাস ও মশিয়ার রহমান বাড়ি থেকে মণিরামপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে সিলিমপুর বাজারে আসলে মটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তারা তিন জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।