যশোর : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম নয়ন (৩)। সে ঢাকুরিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মনিরামপুর-ঢাকুরিয়া সড়কের খালপার নামক স্থানে একটি ইঞ্জিনচালিত ভ্যান শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু নয়ন মারা যায়।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে যশোর-খুলনা সড়কের চেঙ্গুটিয়া নামক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছে। রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছন।