
জেলা প্রতিবেদকঃ যশোরে করোনাভাইরাস প্রতিরোধে ঝুঁকিতে থাকায় প্রতিবন্ধী শিশুদের মাঝে নগদ টাকা ও শিশু খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর প্রতিবন্ধী সেবা ও সাহায্য সংস্থার কার্যালয়ে সহায়তা হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন, শহর সমাজসেবা কর্মকর্তা আবিদুর রহমান, সোনালী ব্যাংক রেলগেট শাখার ম্যানেজার সিদ্দিকুর রহমান, যশোর এডাবের সহসভাপতি শাহজাহান নান্নু, বারীনগর সমাজকল্যাণ সংস্থার সমন্বয়কারী সোহাগ হোসেন, সূচনা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা খাতুন।
জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন বলেন, করোনা সংকটে দুস্থ পরিবারের প্রতিবন্ধী শিশুদের মাঝে সরকারি বরাদ্দের নগদ টাকা ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। সদর উপজেলায় বরাদ্দকৃত ২৯ জনের প্রত্যেককে নগদ এক হাজার টাকা ও ৫০জনের প্রত্যেককে দুধ, সুজি ও চিনি দেয়া হয়েছে।