
নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে পুলিশের বিশেষ অভিযানে ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়।
এরমধ্যে কোতোয়ালি থানা পুলিশ ৫০, চৌগাছা ৬, শার্শা ১০, ঝিকরগাছা ৬, বেনাপোল ৮, কেশবপুর ৬, মণিরামপুর ৮, অভয়নগর ৮ ও বাঘারপাড়া থানা পুলিশ ৩ জনকে গ্রেপ্তার করে।