নিজস্ব প্রতিবেদক, যশোর : যশোরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, বোমা ও বিপুল পরিমাণ মাদকসহ ২৮৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় একটি পিস্তল, দুটি ম্যাগজিন, দুটি ওয়ান শুটারগান, পাঁচটি গুলি, দুটি পাইপগান, ১১টি হাত বোমা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার ৯ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় ২৮৬ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়া অস্ত্র-গুলি, বোমা ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।