মোঃ নাজমুল ইসলাম তাজ যশোর জেলা প্রতিনিধি: করোনাভাইরাস প্রতিরোধকল্পে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় যশোর অঞ্চলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে একটু জমিও যেন অনাবাদী না থাকে মাননীয় প্রধানমন্ত্রীর সেই লক্ষ্য অর্জনের জন্য যশোর অঞ্চলের প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের শস্য/সবজি/ফলে’র বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন।
চলমান করোনা পরিস্থিতিতে অদূর ভবিষ্যতেই বৈশ্বিক মন্দার আশংকা করা হচ্ছে। এর ফলে তৈরি হতে পারে ভয়াবহ খাদ্যসঙ্কটের। তাই ভবিষ্যতে যেকোনো প্রকার খাদ্যসঙ্কট মোকাবিলার জন্যই মূলতঃ এই উদ্যোগ।
উল্লেখ্য, চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর এই কার্যক্রম অব্যাহত থাকবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে সরকারের নির্দেশনায় প্রতি ইঞ্চি জমিতে ফসল ফলাতে হবে। এটি বাস্তবায়নের ক্ষুদ্র প্রচেষ্টার অংশ হিসেবে গত ৩০ এপ্রিল থেকে কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে এবং এটি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান থাকবে। আশা করা যায়, করোনা দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় এই উদ্যোগের বিস্তৃতি ঘটিয়ে ছোট ছোট সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পারলে খাদ্য সংকট এড়ানো সম্ভব হবে।
এছাড়াও করোনা পরিস্থিতি মোকাবেলায় আক্রান্ত ব্যক্তিদের তালিকা প্রস্তুত, দুস্থ/অসহায় ব্যক্তিদেরকে মেডিকেল সহায়তা প্রদান, সামাজিক দূরত্ব ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং সন্দেহজনক ব্যক্তিদের কোয়ারেন্টিন ব্যবস্থা পর্যালোচনায় জেলা শহরগুলোতে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে চলেছে। বিশেষ করে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টিনে থাকা নিশ্চিতকরণসহ বেনাপোল স্থলবন্দর দিয়ে আগত নাগরিকদেরকে নিয়মিত স্ক্রিনিং কার্যক্রম চলমান রয়েছে।